অদৃশ্য শব্দ
সাহেদ বিপ্লব

শিল্পীর হৃদয়ে অদৃশ্য শব্দগুলো
মিলে মিশে তৈরি হয় শব্দের কারুকাজ
অর্থহীন বর্ণমালা পায় অর্থের মহিমা।
মানুষের মুখের ছেঁড়া ছেঁড়া শব্দগুলো
মুক্ত ছড়িয়ে পড়ে সারাদিন।

ঝিনুকের হৃদয়ে কবিতার কাঠামো বাজে
বিবেকহীন রক্তের মানুষগুলো
খল খল করে হাসে কবিতার সাথে
বৃষ্টি ভেজা বেদনার রাতে।

আত্মা ছিঁড়ে বেরিয়ে আসে বেদনার ফুল।