কথা রাখোনি


স্বাধীনতা তুমি বলেছিলে, আমাকে আনতে পারলে
এই সোনার বাংলায় সব কিছু পাবে
বেঁচে থাকার স্বাধীনতা দেবো
এবং মেনে নেবো তোমাদের সকল দাবী।


তার বিনিময়ে স্বাধীনতাকে দিতে হবে
মায়ের দেহ, বোনের ইজ্জত
ভাইয়ের রক্ত দিয়ে ভিজাবে মাটি
যুদ্ধের বিনিময়ে জীবন বাজি রেখে
আমাকে আনতে পারলে এই সব পাবে।


আমরা তো সব কিছু দিয়েছি স্বাধীনতা
মায়ের দেহ, বোনের ইজ্জত
ভাইয়ের রক্ত দিয়ে ভিজালাম মাটি।


কিন্তু স্বাধীনতা তুমি কথা রাখোনি
আজও মায়ের দেহ, বোনের ইজ্জত দিতে হয় রাজপথে
অবাক হয়ে তাকিয়ে থাকি আর ভাবি
স্বাধীনতা তুমি কথা রাখোনি।