এখনো আসমান ভরা মেঘে
সেতারা এখনো ওঠেনি জেগে
তুমি মাতুলে
দাঁড় টানো ভুলে
অসীম কুয়াশা- শূন্যতা হেরি।


কবি তোমার স্বপ্নের আকাশে আলো নেই
চারিদিকে মরিচিকা
স্বপ্ন দেখাবার মতো কেউ নেই
রাত তো পোহাবার কতো দেরি
কেউ আর বলবে না কবি।


এই সোনার বাংলায় কাক শকুনের আনাগোনা
দরিয়ার গর্জন নেই
ক্ষুর্ধাত মুখে নীরব সবাই
সব কিছু আজ অসৎ মানুষের দখলে
আলো দেখাবার কেউ নেই কবি।


কবি তোমার বিজয়ের ধ্বনি আমাদের শোনাও
আমরা জেগে ওঠি- হাল ধরি, মাতুলে দাঁড়াই
কুয়াশা সরিয়ে আলোকিত হই
এই হোক আমাদের তরী।