স্পষ্ট করে কথা বলতে গেলে
অপ্রিয় লাগে সবার কাছে
রাজার চোখ রাঙ্গা দেখতে হয়,
হয় মানবাধিকার লংঘন
অফিস আদালত, বাসে কিংবা পথে
হতে হয় অপমান মানুষের হাতে।


রাতের অন্ধকারে স্বদেশ ছেড়ে
পাড়ি দিতে হয় প্রবাসে
দেশ ওদেশের মানুষকে
ভালোবাসা হয় না কপালে।


প্রবাসে থাকা মানে জীবনটা ক্রীতদাস
অমৃত্যুর মত পায়ে শিকল বেঁধে দাঁড়িয়ে থাকা
স্পষ্ট ভাবে কথা বলতে না পারলে
বেঁচে থাকার লাভ কি পৃথিবীতে।


যে জাতি স্পষ্ট কথা বলতে পারে না
সে জাতি, জাতি নয়, দালাল আর চামচা।