আলো খুঁজি আলো চাই জীবনে
অন্ধকার ঢেলে ফেলে
আলোর পথে ছুটে চলি অবিরাম
আমি তুমি আমরা সবাই।
আলোকিত হই- আলোকিত হবো
এমনটা প্রত্যাশা হোক
আমাদের প্রতিটি মানুষের জীবনে।
নিজে সুখে থাকি
অন্যকে রাখি
এমন একটা প্রত্যাশা রাখতে
আপত্তি কি তুমি আমি আমাদের জীবনে।