সুখের স্বপ্ন আছে বলে মানুষ বেঁচে থাকে
পৃথিবীর কুল ঘেঁসে দাঁড়িয়ে অনন্ত কাল
মানুষ বেঁচে থাকার সারা দিন বুনে জাল
যৌবন কি সারাক্ষন বাহুতে লুকিয়ে থাকে ?


ভাঙ্গা চিয়ারে বসে থাকি সারা দিন বেলা
কেউ আসে না এদিকে পথ ভুলে  কোনো দিন
দেশ জাতির কাছে হয়ে গেলাম অনেক ঋীন
বেঁচে থাকার স্বপ্ন করেছি জাতির জন্য হেলা।


অচেনা মানুশ আমি এই পৃথিবীর বুকে
অন্য সবাই এসে বহন করুক আমাকে
আমি প্রয়োজন বোধ মনে করি না কখনো
নবীন শতাব্দী নক্ষত্র নিচে খুজবে কাকে ?


কতটা পাল্টে গেছে এই সময় ভীষণ দামি
পৃৃথিবীর থেকে সময় ফুরায় না-ফুরিয়েছি আমি।
৩.৯.১৯৯৬