তোমার কাছে বেশি কিছু চাইবার নেই আমার
মাঝে মাঝে দরজাটা খুলে দিও
অথবা মশারিটা টানিয়ে দিও
যদি মন চায় করে দিও
এর চেয়ে বেশি কিছু চাইবো না আমি।


তবে চাওয়াটাও যদি বেশি হয় থাক না
আপত্তি নেই যদি সময় হয় চোখে চোখ রেখো
কোন এক পড়ন্ত বিকালে
হেঁটে চলি বহুদূর।


ইদানিং কেমন যেন হয়েছি আমি
বারবার বিরক্ত করি বোধ হয়
সময় নেই অসময় নেই
বারবার এটা সেটা চাই
খুব বিরক্ত হও বুঝি ?
বিরক্ত হলে থাক না।


বলবো না এই শীতের সকালে
একটু গরম পানি করে দাও
হাতটা মুছে দাও-মুখটা মুছে দাও
এটাও যদি খুব বেশি দাবি হয় আমার
থাক না, তাহলে এটাও দিও না আমাকে
চোখে চোখ রেখে একটু হাসো
এর চেয়ে খুব বেশি দাবি নেই আমার।