তোমার কি নতুন করে বাঁচার সাধ জাগে আর
আমার আর বাঁচার ইচ্ছা জাগে না
ভাঙা চেয়ারে বসে থাকি সারা দিন
কেউ পথ ভুলে আসে না এ দিকে।


মাঝে মাঝে শব্দ করে কাঁদতে ইচ্ছা করে
কে-যেন বলেছে কাদলে না-কি ভিতরের
কষ্ট গুলো অনেকটা হালকা হয়।


আচ্ছা তুমি বলো ? কতটা কাদা যায় এই ভাবে
চোখের পানি শুকিয়ে গেছে অনেক আগেই
কিন্ত বুকের ভিতরে বৃষ্টি হয়,আষাঢ়ের মত।


কিছু দিন আগে তোমার চিঠি পেলাম
এক দমে পড়ে বুঝে নিলাম,তুমি আজ সুখে নেই
কালো মেঘে ঢেকে গেলে জীবন।


দশ লাইনের চিঠির ভিতর অনেক বানান ভুল
দাঁড়ি আর কমার বালাই নেই
চিঠিটা পড়ে মনে হলো তুমি কতটা জ্ঞানহিন হয়ে গেছো
একদিন তোমার চোখ ফাঁকি দিয়ে কেউ যেতে পারেনি
বানান ভুল করে কোন দিন।
ভিতরে যদি সুখি না থাকে
তাহলে জীবনটা গুছিয়ে চলা যায় না।