এবারের একুশের মিনারে হলো না  দেয়া
গোলাপের পাপড়ি ছড়ানো ফুল
কেনো না আজ আমি বহু দূরে স্বদেশ মাটি থেকে
কেমন জমেছে এবারের একুশের বই মেলা।


আমার ভাইয়ের রক্তে রাঙানো স্মৃতি
এই আমার দেশ
এই আমার জন্মভূমি।


আমারও ইচ্ছা ছিলো একুশের রাতে
শহীদ মিনারের কোল ঘেষে দাঁড়িয়ে রবো
শুনিবো তাদের আহবান
আমরা পাথর কেটে ফুটাবো ফুল
রং জাকা সংগীতে এ জীবন বাঁধেনি কোনো দিন
ওপারে সাজানো বাগান।