জীবনের গতিপথে ছোট ছোট ছড়ানো নদী
এই গুলো পার করে চলতে হয় ধীর পায়ে
আগামী দিনের কিছু সঞ্চয় আয়োজনে
বেঁচে থাকলে এই সবের দরকার হয়।


জানি না কত ভুল ছোট এই জীবনে?
মানুষ কি ইচ্ছা করে ভুল করে ? হয় তো করে না ?


আমার জীবনের ইচ্ছা করে ভুল করিনি বোধ হয়
তবু জীবনের ডায়রী মাঝে মাঝে খুলে দেখি
শত শত ভুল জরানো আমার এই ছোট জীবন।


মাঝে মাঝে ভীষণ ভাবি,কি ভাবে ভুল গুলো সুধিয়ে  নেবো
সুধিয়ে নিলেই কত টুকু লাভ হবে জীবনে ?
ভুল গুলো যে বড় বেশি ক্ষতি করেছে তা নয়
ভুল করেছি বলেই,জীবনের শিক্ষা নিয়েছি সেখান থেকে।
                                                           ৬.৩.৯৯.ঢাকা