কবি চলে যায়
সাহেদ বিপ্লব

একদিন সকলের মতো কবিও চলে যাবে
বাতাসের মতো ফিসফাস নদীর মতো
কবি চলে যায় সাধারণ মানুষের মতো নয়
নেতার মতো নয়-রাষ্ট্রপতির মতো নয়
প্রধানমন্ত্রীর মতো নয়
টাকাওয়ালা মানুষের মতো করে নয়
কবি চলে যায়-কবিতার মাঝে দাগ রেখে।

শোকে পড়ে শিউরে উঠে শরীর
ভালোবাসা মাখামাখি হয় আকাশে বাতাসে
কবির লেখা মুখে মুখে ফোটে
কবি মরে না, কবি আসে বারেবারে
শান্তির পায়রা হয়ে এই সবুজ ছায়ায়।

কবি নেই-কবি কবিতায় দোল খায়
হাজার পাঠকের মুখে মুখে
কবি এই ভাবে আসে
নক্ষত্রের মত চুপি চুপি
মহাকাল তাকে স্মরণ করে-স্মরণে রাখে
কবি চলে যায়-থেকে যায় কবিতা-কবিতার মত।