সত্য হে শীতের সূর্য
তোমাকে কত ভাল লাগে মোর হৃদয়ে
পারি কি বলিতে আমি।


উত্তর দিগন্ত থেকে কনকনে শীত
আসিয়া লাগে মোর দেহতে,
নাই মোর ঘরে একটু কাপড়
ঢাকিবো কি দিয়ে মোর দেহটাকে।


তখন তোমায় কত হে দরকার
বোঝাই কেমন করে,
কনকনে শীতে কাঁপছি আমি
ডাকছি তোমায় হে সূর্য।


তুমি কি দেবে একটু আলো
রাত তো হয়নি শেষ
আছে কত আর বাকি
হে রূপালি সূর্য।


টিপ টিপ করে পোহাইল রাত
সূর্য উঠিল ভুবনে,
আজকে মোর কনকনে শীতে
কাটালাম আমি, কাল কি হবে !
হে রূপালি সূর্য ?