হেলাল হাফিজের মতো আমি এক ফেরিওয়ালা
পথে পথে ঘুরি আমার কষ্টগুলো
খুব অল্পদামে বিক্রয় করবো এমন আশায়
কেউ আছে কি আমার কষ্টগুলো
খুব অল্পদামে কিনে নিতে।


আমিও হাঁটি  জীবনানন্দ দাশের মতো
হাজার বছর ধরে এই পৃথিবীর পথে
কষ্টগুলো অল্পদামে বিক্রয় করে দিয়ে
মুক্ত পথে-মুক্ত হয়ে
স্বাধীনভাবে হেঁটে যাবো সোনালী দিনের পিছে।


হেলাল হাফিজের মতো
আমার কাছে অনেক রকম কষ্ট আছে
লাল কষ্ট,নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
কষ্ট ভরা জীবন আমার
কষ্ট হলো কষ্ট
এই কারণে জীবন আমার তিলে তিলে নষ্ট
কষ্ট আমার কষ্ট।


সুখের আশায় এই শহরে হাজার গাড়ির এই বহরে
দিন থেকে রাত এই তো চলি
বিক্রী করবো কষ্ট-কেউ কেনে না-পথে ঘুরি
রঙিন আশায় স্বপ্ন দেখি
এই তো ভূবণময়
কষ্ট আমার কষ্ট।