আমি এক ভবঘুরে মানুষ ঠিকানা বিহীন পথচলা
আমার দিকে তাকাবে না রমণী
কলঙ্ক হবে কলঙ্ক হবে তোমার
পবিত্র মুখখানি পবিত্র থাক
আমি তাকে কলঙ্ক দেবো কেনো
তুমি সুখে আছো
ভালো থাকো।


আমি এক ভবঘুরে মানুষ ঠিকানা বিহীন পথচলা
আমাদের কবি জীবনানন্দ দাশ
শান্তির প্রত্যাশায় হাজার বছর ধরে
হেঁটেছে পৃথিবীর পথে পথে
তাঁরপর দু’দণ্ড সুখ দিয়েছিলো
নাটোরের বনলতা সেন
বলো রমণী হাত বাড়িয়ে দিলেই
সুখ কি হয়?


আমি এক ভবঘুরে মানুষ ঠিকানা বিহীন পথচলা
এ পথে এসো না রমণী
কলঙ্ক হবে কলঙ্ক হবে তোমার
কি বিলাসিতার জীবন
চারিদিকে রাজার কর্মচারী
তোমাকে ঘিরে রাখে
তুমি তো সুখে আছো সুখে থাকো।