কতকাল পড়ে দেখা হলো তোমার সাথে
বিমানের পাশাপাশি সিটে
সুন্দরী পাতার ফাঁকে জমে থাকা অন্ধকার
লঞ্জনা বেঁচে থাকা জীবন।

আগের মত শব্দ করে দিলে না হাসি
মনে হয় আমাকে চিনো না।

একদিন আমার জন্য ছিলে উন্মদ
পৃথিবীটা লন্ড ভন্ড করে
বলে ছিলে ভালোবাসি।

আজ আমি তোমার বিহীন ধুলায় গড়াগড়ি খাই
তবু তোমার চোখ পড়ে না
এ জীবনে তুমি না এলে
বেঁচে থাকার সাধ কি ?