কার কাছে রাখি আমার এই দুঃখের ভার
সকলে সবার মতো হেঁটে চলে গেলো
আমার দুঃখের কথা শুনতে চাই না আর
আমি কার-কার কাছে ফিরি- আপন ঠিকানা খুঁজি
বার বার হই যাযাবর।


বেশি কিছু চাই না আমি
একটু আলো-একটু ঠিকানা-দিন শেষে ফিরি
আপন মানুষের কাছে-এইটুকু প্রত্যাশা আমার
তবু কেনো পরাজিত হই বার বার।


বলছি না মশারি টানিয়ে দাও
রাত জেগে থাকো আমার পানে
আমি দেবদাস হলে তুমি হবে পাবতী
এই সবের কিছুই বলছি না আমি
আমি বলছি কার কাছে রাখি আমার এই দুঃখের ভার।