বারবার ফিরে আসি স্বতন্ত্র কাব্য
ভাষা নির্মাণ নান্দনিক সৃষ্টির কাছে,
কমিউনিজমের থেকে মুখ ফিরে নিতে নিতে
চড়াই উৎরাই পার হয়ে একদিন
মুগ্ধ হলেন ইসলামের কাছে।


কবি তোমার প্রতি সুবিচার করা হয়নি
তুমি ইসলামকে জীবন আদর্শ
আর আলিফের মত সোজা বলে
মৃত্যুর পরও রেহাই পাওনি
হয়নি ঠাঁই সরকারি কবরস্থানে।


তুমি মাস্তুলে দাঁড়িয়ে রাত পোহাবার
যে আহবান জাতিকে দিয়েছো-হে পাঞ্জেরী
তুমি বিশ্ব মানবতার প্রাণের কবি
যুগ নয় যুগান্তরে তোমার শান্তির বাণী
যুগে যুগে ধ্বনিত হবে।