আমার শহরে রাত নামে, নিগূঢ় কালো রাত,
অন্তহীন যাত্রাপথে শ্রাবণ আকাশের মেঘে ঢাকা চাঁদ।
মেঘ ভেদিয়া ক্ষণিকের তরে কার্বন মেঘের শ্বাস,
হেন পরে কার্বন মেঘের মুঠোয় আমি, এক গ্রাস।


বিধাতা বলে- চিন্তা কিসের, আমি আছি না তোর?
যাও, তোমার তরে মেঘ কে দিলাম নির্বাসনে,
তোমার শহরে এনে দিলাম রাঙ্গা প্রভাতের ভোর।


চব্বিশ প্রহরের গো বাছুরের মতো
মোর সে কি লম্ফঝম্প,
উঠোন হতে উঠোনে,
বিধাতা হাসে চেয়ে আমার পানে!
তোরে দিলাম মুক্ত লাটাই,
করিসনে মোর আইন ভঙ্গ।