সকালে বাড়ি থেকে বের হই সানগ্লাস দিয়ে!
কেউ জিজ্ঞেস ও করতে পারেনা,
কেননা,আমি নেতা!


কালো সানগ্লাস,
সূর্যের আলো সমস্যা করতে পারেনা!


আমার যে নেতা,
সে ধর্ষণ করে,
ঘুষ খায়,
চোরাকারবারি করে,
দূর্বল থেকে ভিক্ষা করে,
অনিয়ম করে টোল তোলে,
আমি কিছুই বলিনা,
কেননা, আমার চোখে সানগ্লাস!


আমার যে নেতা,
সেও এই সানগ্লাস পরে আছে,
তার যে নেতা,
সেও পড়ে আছে,
আমার যে প্রধানমন্ত্রী সেও পরে আছে!


আমি যে পেশায় আছি, রাজনীতি!
এখানে সানগ্লাসই মৌলিক চাহিদা!
সানগ্লাস নাই, স্থান ও নাই,
যদি বাঁচতে চাও তবে নাও সানগ্লাস,
দেখেও না দেখার ভান গ্লাস, সানগ্লাস!


শুনেছি- মুজিবের কোনো সানগ্লাস ছিলোনা,
আমি তাঁর অনুসারী,
তিনি সানগ্লাস কিনেন নি,
কিন্তু আমি বড়লোক, তাই সানগ্লাস কিনেছি, পরেছি!