সূর্যের প্রেমে কে না পড়ে!
অপার শক্তির লোভে,
নিজেকেই শক্ত করার তরে।
সবাই তার পানে ছুটবে, আমি হারিয়ে পড়তাম ভীড়ে।
নিজের আলো থাকতেই এলাম ফিরে।


চাঁদের প্রেমে কে না পড়ে!
সে ও ছিলো মোর অন্তরে।
দিনের আলোতে তাহার কেউ ছিলোনা,
আমিই ছিলাম তাহার পাশে।
রাত্রি বেলা,
চাঁদের জোসনার ছিলো খেলা,
আমার হলো হেলা,
পথশিশুর মতো যেমন হয় লোকাল বাসে।


অতঃপর, বেছে নিলাম মিটিমিটি জ্বলতে থাকা তারার।
ভাটার সময় আমি সঙ্গী তাহার।
জোয়ার এলেই তার আঘাতে ভাঙে এ পাড়- ও পাড়।


এ ভবে আমি একটি বিন্দু, বিন্দুর মতন,
শুধু বিন্দুই, আর বিন্দুতেই পতন।