ক্ষমা করো মোদের, যদি পারো,
আর যদি না পারো,
তবে দোয়া করো যেন করতে পারি আরো।


তোমার মায়ের ছিলোনা কোনো দোষ,
দোষ তো তোমারই, কেন তুমি এসেছ?
সামান্য জৈবিকতা মেটাতে, মেটাতে খোশ!


হ্যাঁ, তোমারই তো দোষ, জানতেনা তুমি?
কি হয় এই মরিচিকাময় ভুবনে,
ভ্যালেন্টাইনস, হাগ নামে লোক দেখানো কত ডে!
তুমি কি জানতে? কি হয় গোপনে?


না আজ তোমার মায়ের কোনো আক্ষেপ, অল্প।
লিখবে সে, দেখবো আমরা,
তোমার মরণের সেই "কাছে আসার গল্প"।