ক্ষোভ
                    - আবদুস শাহেদ শাহীন


তৃষ্ণার্ত কাক শকুনেরাও ফিরে যায় লজ্জায়,
যখন ওরাও নদীর টলমলে জলে পায়
রক্তের গন্ধ! আমি তো মানুষ,
বুকের ভেতরে যার দ্রোহের বারুদ!
আমি কি করে পান করি এই পদ্মা, মেঘনা,
শীতলক্ষ্যার রক্তিম জল?
ভাইয়ের রক্ত পান করে -
আমার বুকের বারুদ জ্বলে ওঠলে-
জ্বলে ওঠবে কোনোএক আগ্রাসী জনপদ!
আমি ওদের উস্কে দিতে চাইনা, শুধু-
আমাকে রক্ত পান করতে বলো না কেউ!
আমি তৃষ্ণার্ত চোখে অত্যাচারীর
সাহস পুড়াবো,
পান করবো শোষকের বুকের পাটা!
বাক্যবাণে ভাসিয়ে দেবো দুশমনের ভীত!
তারপর প্রশান্তির অট্টহাসিতে মেতে ওঠবো
মুক্তির উন্মাদনায়,
একদিন উল্লাসে উড়াবো রাজপথের ধুলো।


১৪ বৈশাখ, ১৪২৫ বাংলা
শুক্রবার, জয়কালীপুর
ব্রাহ্মণবাড়িয়া