-----------------  
যে কথা অনেকেই বলে গেছে
তুমিও সে কথাটিই বলবে জানি,
কিছু বলতেই যখন এসেছো-
বলে যাও, বলে চলে যাও।


কতো মনের ঠাঁই হয়েছিলো
আমার মতো এই অ-কবির অশুদ্ধ মনে
সে শুধুই ঠাঁই, অবস্থান নয়;  
তোমাকেও বাঁধবোনা কোনো বাঁধনেই,
আমি বাঁধতে পারিনা,
আমি আলিঙ্গনের মন্ত্রে-
মোহাবিষ্ট করতে পারিনা অতৃপ্ত শরীর,
চুম্বনে জড়াতে পারিনা দেহের সাথে হৃদয়।
আমি লজ্জিত, নির্লজ্জ শুদ্ধতা
আজও আপন হয়নি আমার।
....................................।
            ০১/১১/২০১৫