মনের উপর চেপে বসে আছে
আরও একটি মন, একটি অবয়ব
ভাবনায় জড়িয়ে আছে সর্পিল আলিঙ্গনে
কোনোএক খেয়ালি মনের ভাবনা।


গোপনে এসে-
সে ছায়া ছায়া ভাবনার দীপ্তি-
শিস দিয়ে গান গায় মনের মগডালে বসে;
আমায় আলোড়িত করে সুরের জাদুয়,
আলোক ছড়ায় আপন আত্মিক দৃষ্টিতে;
আমি নির্ঘুম রাত কাটাই মৃতবৎ।
ভোরের আলোয় ফিরে আসি
কৃষ্ণকায় মৃত্যুনগরীর কূল থেকে,
সংশয়ে ফিরে আসি
চিরাচরিত সংসার বলয়ে।
আবার রাত আসে
আমার কাঙ্ক্ষিত, ধ্রুব মৃত্যুপুরীর দুয়ারে
আর, সে আসে চুপি চুপি,
শিস দিয়ে গান গায় মনের মগডালে বসে।
আমি হৃদয়ের কান পেতে শুনি-
সেই অসীমের সকরুণ সুর।
..............................
             ০৩/১১/২০১৫