শ্রাবণের বৃষ্টির জলে-
তোমাকে নিয়ে ভিজতে চেয়েছিলাম,
ভেজা হয়নি;
বিষণ্ণ মনে বাতায়নে দাঁড়িয়ে
জলের ক্ষুদ্র কণাগুলো গুনতাম।
যমুনা নদীর কূলে-
তোমার সাথে হাঁটতে চেয়েছিলাম,
হাঁটা হয়নি;
তোমার অপেক্ষায় থেকে থেকে
বিভোর হয়ে বাড়ি ফিরতাম।
এক আকাশ ভালোবাসা
তোমাকে দেবার জন্য জমিয়েছিলাম,
দিতে পারিনি;
ওগুলি বুকেই চেপে রেখে
নীরবে অশ্রু বিসর্জন দিতাম।


এখনও শ্রাবণে বাদল ঝরে
তবে জানালায় দাঁড়িয়ে থাকিনা,
ভিজতে আর ইচ্ছে করেনা।
এখন আর অপেক্ষায় থাকিনা,
হাঁটার স্পৃহা হারিয়ে গেছে,
অশ্রু জলও ফুরিয়ে গেছে।  
তবে ভালোবাসাগুলো হৃদয় থেকে
ঝেড়ে ফেলে দিতে পারিনি;
আজও সেগুলি অব্যক্ত অবস্থায়
জমে রয়েছে অন্তর গহীনে।


••••••••••••••••••••••••
০১/০৪/২০১৭
রংপুর, বাংলাদেশ