কোন নীড়ের পাখি গো তুমি
হলুদ বরন মুখ-
হৃদয়ে তোমার এতো সুধা
ভরে গেছে মোর বুক।


বাহিরে তোমার ঝড়ো বহে
ঠাই যেন নাহি পাও-
মুখটি তোমার হয়েছে রাঙা
না জানি কোন বনে হবে উধাও!


স্ব-দেশে আমি ছিলাম শান্ত
চোখ হটাতাম না অন্যে-
এথায় এসে সব হারালাম
পাগল হলাম তোমার বর্ণে।


তোমার নীল নয়নের চাহনিতে
কপোলের টোল পড়া হাসি-
হরণ করেছে নিশীথ নিদ্রা
অন্তর গহীনে বাজে বাঁশি।


শয়নে স্বপনে সদা সময়
চক্ষুর সম্মুখে তুমি-
ভাবিয়া হতাশ! এ কোন জালে
ফেঁসে গেলাম আমি।


মন গগনে ঝড়ো বহে
মন পাথারে ঢেউ-
আমি আর আমার নেই
যেন কেড়ে নিয়েছে কেউ!


ডানে না বামে কোথায় যাবো
মন তো বাঁধনহারা-
নিশ্চল হৃদয় আজ যে
হয়ে গেলো দিশেহারা।


ভেবে চিন্তে পাই না কিছু
জীবন কারে কয়-
শান্ত নীড়ে হঠাৎ করে
এ কোন জ্বালা হলো উদয়?


....................
ভ্রমণ কবিতা
২৩/০৩/২০১০