বহুদিন ধরিয়া প্রাণ প্রিয়ার অন্বেষণ,
অতঃপর অপরূপা এক ললনার দর্শন!
বারি শূন্য পাথারে এল প্রণয় জোয়ার-
জাগিল অভিলাষ ঐ তরঙ্গে কাটিতে সাঁতার।
প্রিয়ার মেঘ বর্ণ রূপে কৃষাঙ্গ আঁখির চাহনি-
হরিয়াছে মম নিদ্রা বিনিদ্রে কাটে রজনী।
প্রিয়ার মায়াবী বদনে বাঁকা ঠোঁটের হাসি-
বিভোর করিয়াছে মোরে দিলে বাজে বাঁশি।
প্রিয়ারে পাবার আশায় অধীর এ মন,
তাহারই চিন্তন দিবা-নিশি সর্বক্ষণ।
না জানি কেমন রহিয়াছে বাধা বারন,
চঞ্চলা মন মানেনা কোনো ব্যাকরণ।
পিরিতের এ পীড়ায় বিকল মোর কায়া,
ঔষধ সেবনে মেলেনা প্রশান্তির ছায়া।
মননশক্তি অচল মোর শরমিন্দার ভয়-
কেমনে করি প্রেম নিবেদন মনে সংশয়!


....................
১৭ ই মার্চ ২০২০
হিলি, বাংলাদেশ