গ্রীষ্মের বৈশাখী ঝড়ে- ভীতি দূর করে
হেঁটেছি অনেক পথ তোমার সন্ধানে।
বর্ষার গুরু বর্ষণে থাকি নি আগারে;
চলেছি ব্যাপ্ত প্রান্তরে, গহীন অরণ্যে।


শরতের চারু দিনে- শুভ্র কাশবনে
অনেক ঘুরেছি আমি তোমার আশায়।
হেমন্তের প্রাতঃকালে আশা বেঁধে মনে
হেঁটেছি ক্ষেতের মাঠে ত্তস ভেজা গায়।


শীতের ঘোর নিশীথে প্রকাণ্ড ঠাণ্ডায়
তোমারে খুঁজেছি আমি তারার মেলাতে।
বসন্তের নব দিনে খুঁজেছি তোমায়
কৃষ্ণচূড়া, শিমুলের নবীন শাখাতে।


তোমারে খুঁজিতে গিয়ে আজি ক্লান্ত মন
না জানি মিলিবে কবে তোমার দর্শন।


...................................
তোমাকে খুঁজছি—২ (সনেট ৯)
০৩ এ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ,
২০ শে শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ
  বিরামপুর, দিনাজপুর।


ধরনঃ চতুর্দশপদী কবিতা (সনেট)
রীতিঃ স্পেনসেরিয়ান রীতি অনুসরণে
ছন্দঃ অক্ষরবৃত্ত; পর্ব বিন্যাসঃ ৮+৬
অন্ত্যমিলঃ কখকখ:খগখগ:গঘগঘ:ঙঙ