উপকারীর উপকার,যদি না করি স্বীকার,
কৃতজ্ঞতার থাকলো,কিবা আর ?
কৃতজ্ঞতার থাকলো কিবা আর ?
উপকারীর উপকার  (২)  ঐ


ছোট লোক বড় হলেই, বন্ধুরে কাঁদায়,
ডালিম পাকিলে পরে,নিজে ফেটে যায়।
বিবেকহীনরা দেখে নাতো,অবদান কাহার।।
কৃতজ্ঞতার থাকলো কিবা আর (২) ?
উপকারীর উপকার  (২)  ঐ


মূর্খ দের অর্থ হলে, চেনে না কারও,
হলেও ত্রিশ,মেয়ে জাতরা বলে আঁঠার।
অকৃতজ্ঞ চির দিনই,করে অস্বীকার ।।
কৃতজ্ঞতার থাকলো কিবা আর (২) ?
উপকারীর উপকার  (২)  ঐ


কম কথায় আয়ু বেশী, জ্ঞানীজনে কয়,
ইদুঁরেতে পাজী-পুঁতি,কেটে করে ক্ষয়।
অন্ধরে পথ চেনালে,মানে না সে আর ।।
কৃতজ্ঞতার থাকলো কিবা আর  (২) ?
উপকারীর উপকার  (২)  ঐ


পরের খেয়ে পরের পরে,বাবু গীরি ভর,
মিছে বাহাদূরীই  নিয়ে, চলায় অবান্তর।
তার মত আর এই জগতে,কে আছে চামার?।।
কৃতজ্ঞতার থাকলো কিবা আর  (২) ?
উপকারীর উপকার  (২)  ঐ


আজ আমি আমরই রচিত সঙ্গীত থেকে
আরও একটি গীতিকাব্য পাঠালাম বন্ধুরা।
ভাল থাকবেন,পাতায় আসবেন,পড়ে দেখ-
বেন। মন্তব্যও পাঠাবেন শুভেচ্ছা ও ধন্যবাদ,
আসরের সকল কবি বন্ধুদের প্রতি এটাই      আমার একান্ত জোরালো অনুরোধ।
অনুরোধ।