দমেতে ভরসা করে
মনে শত আশা ধরে,
প্রতিটি জীবন খায় দোল।
এই আছি, এই নেই
কখন্ কিভাবে সেই,
নিঃশ্বাস ফুরালেই খোল।


সবারই জীবনে আশ
বেঁচে থাকি সারামাস,
হয়না জীবন যেন শেষ।
তবুও যে যেতে হয়
করিনা সে যত ভয়,
মরণ যে ঘটায় উন্মেষ।


কেউ ডাঙ্গা,কেউ জলে
বিশাল গড়িয়া তোলে,
চির দিনই বাঁচিবার ঠাঁই।
ভাবেনা সে নিজে তার
এ পৃথিবী টাই নশ্বর,
আমিও আমার বলে নাই।


হায়রে এ মানব মন
বোঝেনা কে প্রিয়জন,
সেদিনের সাথী কে আমার।
জগতের আমল টুকু
সেজদা করিয়া রুকু,
পাবো সেই মহান আল্লা'র।