মৃত্যুর কথা-ই তুমি না করে স্মরণ,
কেন কর এত আশা বড় আয়োজন?
হৃদয়েতে নেই কেন মরনেরও ভয়,
দুনিয়ার এ বাড়াবাড়ি কোন্ ভরসায়?
বাঁচি বলে আছে কার্ কতটা সময়,
ভাবিয়া দেখিলে তার্ কিছু বোঝা যায়।
এই আছি, এই নেই, যখন্ তখন্,
মৃত্যু করিবে এসে জীবন ই হরণ।
ভাবিয়া দেখনা তুমি,তারে একবার,
যা কিছু করেছ তার কতটা তোমার?
ন্যায় পথে থেকে কত করেছো''আমল"
কর্ম থাকিলে ভাল, সেটাই আসল।
সাথী হয়ে দেখা দেবে সেই পরপার,
আমলে আমলে ভরে তুলিলে তোমার।
সাদা সে কাফনে নেবে মুড়িয়া তোমায়,
কবরেই, দাফন হবে শেষ ঠিকানায়।
কত টুকু,কাপড়ের সেই আয়োজন?
সময় থাকিতে তুমি বুঝে নাও মন।।
>< ♠ >< ♠ >< ♠ >< ♠ ><