আমার গানে গানে সঙ্গীত টাকে,
কবিতায় রুপ দিয়ে পাঠালাম।
দয়া করে পাতায় এসে দেখলে,
সত্যিই বড় খুশি হবো। ধন্যবাদ।
ভাল থাকবেন সবাই কিন্তু।


হায় মানুষ, এখনো বে-হুস।
চোখ খুলে দেখনা কি বই ?
শিক্ষা করেছ লাভ,তবু কেন কু-স্বভাব
মন্দ তে কেন করো সই ? ।।
হায় মানুষ -- -- --- -- - ঐ


বিবেক বলিয়া আছে, যা কিছু তোমার
তার্ কাছে কখনো সে খাও নাকি মার।
যা কিছু গোপনে করো
পরে এসে ধরা পড়ো(২)
মাঝ হাটে ভাঙ্গা পড়ে দৈ--।
লজ্জা লজ্জা হৈ চৈ - - - -।।
মন্দতে কেন করো সই ?
হায় মানুষ -- -- -- -- ঐ


মৃত্যুর হাত হতে পাবে না রেহাই
স্মরণে তা একবারও আসে নাকি হায়।
তোমাকেও যেতে হবে
কেউ তো রবেনা ভবে (২)
সেদিনের কথা ভাবো কই ?
আবারও খুলিয়া দেখ বই।।
মন্দ তে কেন কর সই ?
হায় মানুষ -- -- -- -- ঐ