বড়ই আশা ভরে
প্রেমিকেরই ঘরে,
ঢুকেছিনু আমি তারে,দেখিবারে আশে।
চোখে দেখি তারে
নিজের--অবসরে,
অন্যকে নিয়ে আছে,জঁড়িয়ে সে পাশে।।


বেদনারই ঘোরে
দু'টি আঁখি ভরে,
নামিয়া আসিল মোর, ব্যথা ভরা জল।
বিধাতার উপরে
মনোবলই করে,
কি পেলাম গভীর এই,প্রেমের সে ফল?


ঘৃণার ই পাঁজরে
ছিঃ ছিঃ রব করে,
বিশ্বাসী প্রেমের আমি,দিলামই বিদায়।
গেলামই তো দূরে
দেখিলাম ও ঘুরে,
এ যুগের প্রেম ই হোল,সবই অভিনয়।।


ক'জনেই প্রেম ধরে
হৃদয় রেখেছে ভরে?
এটাও তো জানিবারে,মনে ছিল সাধ।
সে দিনেরই ভোরে
দেখিয়া সেই তারে,
বুঝে গেছি প্রেম এখন্,মিলনে অবাধ।।