ও সোনা - - ও যাদু - -
তুমি বধু যে আমার - -।
তুমি বিনা জীবন আমার
ধূ - ধূ  বালুচর (২)।। ঐ
ও সোনা - - ও যাদু - -


আমি নইতো তোমার পর,
তুমিই,আমার-ই দোসর (২)।
জীবনের সাধ সবার আশা,
মিলনও বাসর (২)।
কি করে তাই থাকবো দূরে,
বলোনা আমার ? (২)।। ঐ
ও সোনা - - ও যাদু - - -


তুমি বধু আর আমি বর - -।
তাই সাঁজাবো মোর ঘর(২)।
তোমার সোহাগ প্রীতি নিয়ে,
ভরবো যে অন্তর (২)।
তোমার ভাল বাসাই হবে,
আমার গলার হার (২)।। ঐ
ও সোন - - ও যাদু - - -


<><>♥<><>♥<><>♥<><>
আজ এটাও আমার সঙ্গীত ভান্ডার
থেকে আরও একটি গীতিকাব্য।
যেখানে প্রতিটি মানুষের হৃদয়ের              মর্মকথা নিহিত বলে মনে করি এবং               এই আসরের আমার প্রাণপ্রিয় সমস্ত
ভাই বোন ও বন্ধুদের সৌজন্যেই।
আর এটাই আমার সুখ,শান্তি,বেঁচে
থাকা এবং আনন্দের মূল স্থান।
উক্ত আসরের সমস্ত কবি ভাই,বোন,
বন্ধুদের প্রতি রইল আমার একান্তই
দিল খোলা দোয়া ও আশীর্বাদ।।
<><>♥<><>♥<><>♥<><>