আসে নাতো সে,অতীতের মত
গোপনে মেলাতে হাত,
পাশে থেকে সে  আদর করিয়া
যে ভাবে কাটিত রাত ।।


প্রেমে প্রেমে দিয়ে, মধুর মিলন
বুকে ধরে  ভালবেসে,
সেদিনের মত,আসে নাতো সে
বিজয়ের  হাসি হেসে ।।


বলে নাতো আর সেই সাথীজন
তুমি যে আমার জান,
তোমারে ছাড়ি  কখনো যাব'না
থাকিতে এদেহে প্রাণ ।।


অবিসারে এসে,বুকে ধরে মোর
কত ছিল মাতা'মাতি,
এখন্  আমায়  পর করে  দিয়ে
অপরে করেছে সাথী ।।


একবারও সে  ভাবেনি আমায়
কারে নিয়ে ছিল ঘর,
বুঝি'নি  আমার  হৃদয়ও ব্যথা
ভাবেনি করিতে পর ।।


আসলেও সে, দিয়ে গেছে শত
বিরহেরও  ব্যথা  বাণী,
দূরে  থেকে যাই'  সহ্য করিয়া
আজো সেই রেশ টানি ।।


জানি'তে চাহেনি  সেই সুখ সে
কারে নিয়ে ছিল বল,
তাই  জীবনের  সব  হারিয়েই
আজ আমি রসাতল ।।


<>=<><>=<><>=<>
তাং--১১--১০--২০১৬ ইং>
ভোরঃ-০৫টা ২০মিঃ/রবিঃ >
কড়িয়াখালি/কেশবপুর ==>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ >
<>=<><>=<><>=<>
<>♥ বড়ই আফসোস ♥<>