নিঃশ্বাস আছে বলেই,মনে শত আশ,
চির কালই বাঁচি বারে, করি বসবাস।
কতনা আশাতে ঘুরে, দিন করি পার,
কখনো ভাবিনা সাথে, মৃত্যুই আমার।
কোটি চোখ ফাঁকি দেয়া,সবই সম্ভব,
বিধাতারে যাবে কি তা, কর অনুভব।
পলে পলে দিনও যায়,বছর হয় শেষ,
কাছা কাছিই মরণেরে,ঘটায় উন্মেষ।
জগতের সব ই ভাবি আমার আমার,
একটু স্মরিয়াই দেখ, কে কতই কার।
দুনিয়ার এবাড়া বাড়ি লোভ  লালসা,
বাঁচি বারে কেন করি এতটাই আশা ?
আসলই ভুলিয়া কেন নকলেরে ধরি,
প্রতিটি প্রহরই কেন, টানা টানি করি ?
এত জ্ঞানী,এত গুনি, এই তো সেদিন
যেদিন আর বাঁজবেনা,কন্ঠেরও বীণ।
থাকবেনা যেদিন এই,কোন অনুভূতি,
এটাই তো জীবনের অবসান ও ইতি।