একটু দাঁড়াও! শোন,ও জোঁনাকী ভাই
সারারাত জ্বলে,দিনে কোথা নাও ঠাঁই?
সন্ধ্যার পরে দেখি সারা বাঁশ বন,
ঝিকিমিকি আলো দিয়ে কর বিচরণ।
মিটি জ্যোতি সে তো বড় মনোরম
মনে হয় চেয়ে থাকি আমি সারাক্ষণ।
সবাই ব্যস্ত যেন যার মত সেই
ভোরের সূর্য এলে আর দেখি নেই।
কোথায় হারিয়ে যাও, কোন অজানায়?
দয়া করে একবার বলনা আমায়।
সূর্যটা মনে হয় শত্রু তোমার
তাই তার সাথে নেই সদ্ব্যবহার।
তোমাদের মিতালী যে রাতেরও সাথে
কি করে খুঁজিলে পাব দিনে প্রভাতে?
দিনভর কোথা থাকো, কোন ঠিকানায়
বলে দেখ একবার, যাব তো সেথায়।
সদয় দেখিতে বড় ইচ্ছেই জাগে
দেখিনা কেন যে বল রাতেরও আগে।
গাঢ় কালো রাত দেখি মনোহর
কি করে বোঝাব সে যে কত সুন্দর।
হয়তো দেবেনা তুমি ঠিকানা  তোমার
তবু দেখা হবে জানি, সন্ধ্যারই পর।