কপোলের মাঝে যে,তিলটা তোমার,
ঐ তিলে নেই আর কারো অধিকার। (২)
কেবল পাওনাতেই আমি দাবীদার ।।
ঐ তিলে নেই আর,কারও অধিকার।  ঐ
ও -- ও -- ও - - আ -- আ -- আ - -


তোমার যা কিছু তুমি,দিয়েছ আমায়,
সব কিছু লেখা আছে,স্মৃতির পাতায়। (২)
ভাল বাসি বলে তাই,দেখি প্রতিবার।।
ঐ তিলে নেই আর,কারও অধিকার।  ঐ
ও -- ও -- ও - - আ -- আ -- আ - -


রকম সকম ছিল, যা কিছু তোমার,
দিতে দিতে সবকিছু দিয়েছ আমার। (২)
নতুন কিছু-ই আর, নেই বলিবার ।।
ঐ তিলে নেই আর,কারো অধিকার। ঐ
ও -- ও -- ও - - আ -- আ -- আা - -


আজ এটাও আমার লেখা সঙ্গীত থেকে
গীতিকাব্যে রূপায়িত কবিতা। আসরের
সকল কবিদের সৌজন্যেই উদয়ন করা
♥হোল। ধন্যবাদ সুপ্রিয় কবিবর বৃন্দ।♥