দিনে চলা পাখি গুলো,রাতে তে ঘুমায়,
ভোর হলে কিচিমিচি ডেকে উড়ে যায়।
সারা দিন ই ঘুরে পেট,ভরে আহারে,
সন্ধ্যায়ই ফেরে তারা নিজেরই ঘরে।
পাখি থেকে অধম আজ,সেরা এ মানুষ,
জ্ঞানী,গুনি,তবু তারা,আজও যে বে-হুস।
সারা রাত জেগে থাকে,খোশ্ আড্ডায়,
অনিয়মই চলা ফেরা,খুশিরও পাতায়।
কখন্ সে ঘরে ফেরে,না জানে নেশায়,
সকালেরই ঘুম ভাঙ্গে,বেলা বারোটায়।
এ যে কোন্ সভ্যতা,সমাজেই বিরাজ,
ধ্বংসেরই দিকে তাই, ধাবিত সমাজ।
বিবেকের দংশনও, করে না লালন,
যার যা ইচ্ছা তাই, করে সে পালন।
বি-পথের আয়েই করে,বড় রোজগার,
দেখায় ফুঁলিয়া ফেঁপে,নিজেরই বাহার।
সমাজের প্রতি কারও, নেই কোন টান্,
যার মতই সেই যেন,নিজেই বলিয়ান।
দিনে দিনে শিক্ষারই,বেড়ে গ্যাছে হার,
তবুও মানুষ আজও,বোঝেনা সে তার।।