ঘুনে ধরা এই সমাজ টারে,
খায় কুরে খায় অভিসারে।
ক'জন বোঝেন ব্যাপ্তি তার ?
গুপ্ত চোরের সবাই শিকার।


পেটুকেই খায় পেটটি ভরে,
চলা-ফেরা তার এটা স্মরে।
উপলব্ধি করে ক'জন তার ?
চোর কখনো হয়না স্বীকার।


ঘুষখোরে সদা পয়সা চায়,
খুব গোপনে ঠিক তা পায়।
ভুলের পিছেই ছুটছে যারা,
একদিন দেবে মাশুল তারা।


সময় থাকতেই হও হুশিয়ার,
দেখবেনা কেউ কারো বাহার।
আসলে "সমন"যেতেও হবে,
ভাল হওয়া ভাল সবাই তবে।