সবুজ গাঁয়ের পথটি আমায় ডাকে
দু'চোখ কেবল শ্যামল ছবি আঁকে।
মাঠে মাঠে ধানের ক্ষেতের পাশে
দীঘির জলে শাপলা শালুক হাসে ।
সবুজ বনে গাছের ফাঁকে ফাঁকে
সারাবেলা দোয়েল কোয়েল ডাকে।
গায়ের পাশে বিরাট দীঘির সারি
দূর্বা ঘাসে ঢেকেছে তার পাড়ি।
সারাটা দিন ঘাম ঝরিয়ে মাঠে
সন্ধ্যা হলে ভিড় পড়ে যায় হাঁটে ।
যখন চায়ের কাপে গল্প জমে ওঠে,
ক্লান্ত দেহের শ্রান্তি তাতে ছোটে।
এসব আমার গায়ের কথা বলে
মন বাঁধা রয় সেসব মায়া জালে।