ঝরাপাতারাও একদিন মর্মর শব্দে জেগে ওঠে,
বুকের কার্নিশে জমে থাকা মেঘ বারুদ হয়।
অবহেলার স্ফূলিঙ্গ নৈঃশব্দ্যে বিস্ফোরিত হয়ে
জানান দেয় তাদেরও প্রাণ ছিল।
কখনো কখনো শান্ত চাঁদের আগুনে পুড়ে
বিরান হয় বুকের সবুজ বন।
হাজার বছরের ক্লান্তি পেরিয়ে উড়ে যাওয়া পথের ধুলো
গেয়ে উঠে জীবনের জয়গান।