চক্ষু কেন সাগর খুড়ে নোনাজল বয়ে আনে।
নন্দিতা!জানো নাকি এই বিষণ্ণতার মানে?
মধ্যদুপুর ক্লান্ত বিকেল কিম্বা জোছনা বেলা,
স্বপ্নহারা চোখের তারায় নীল পদ্মের খেলা।
রাত্রি গুলো থমকে দাঁড়ায় ভীষণ অনুরাগে,
শান্ত জলে হঠাৎ কেমন ভাঙনের ঢেউ জাগে।
যদিও তুমি সুদূর অতীত তবু তুমি জানো তা,
ঝাঁপসা চোখের মলিন ছবি তুমি তো নন্দিতা।
দূর্গম পথে একলা পথিক সমুখে প্রলয় হাসে,
কেন তবু ছুটে চলা জানি না কিসের আশে?
মুছে যাওয়া ছবি ক্লান্ত রবি কেবল পিছু টানে,
নন্দিতা!জানো নাকি এই বিষণ্ণতার মানে?


রূপদিয়া, যশোর
০২/০৫/২০২৩ইং