আর কি আগুনে পোড়াবে আমায়?
বহু বছর ধরে জ্বলন্ত সূর্যের তীব্র লাভায় অনবরত পুড়ে পুড়ে অঙ্গার আমার সমস্ত শরীর। বুকের পাঁজরে মধ্যে যেখানে মানুষের হৃদপিণ্ড থাকে?
আমার সেখানে শুধু এক টুকরো পোড়া মাংস।
কোনো অনুভূতি নেই,কোনো প্রেম নেই।
আছে শুধু যন্ত্রণার বহর,
না পাওয়ার যন্ত্রণা, না বোঝার যন্ত্রণা।
তাই যতই আগুন জ্বালো পুড়বার ভয় নেই ।


যে পাইনি কিছু তার আবার হারাবার ভয় কি?
তবে কিছুই যে পাইনি সেটা ঠিক সত্য নয়!
অঞ্জলি ভরে পেয়েছি ভালোবাসার প্রতিদান,
তীব্র  অবহেলা।
জীবন যুদ্ধে হেরে গেছি বারবার,পুড়েছি।
আবার পুড়েছি অগণিত বার পুড়েছি।
তুমি কোন আগুনের ভয় দেখাও?


তবে, পথ বদলে নিলাম আজ,তোমাকে মুক্তি দিয়ে।
যার যেখানে মন চায় উড়ে যাক।
বাধা হবো না আর।
একান্তই পরাজিত মানুষ হিসাবে নির্বাসন দেয়া হোক আমাকে অথবা ভালোবাসার অপরাধে আরো কঠোর শাস্তি হোক।
মাথা পেতে নেবো।