আমার শহরে আর ফিরে এসো না নন্দিতা,
এখানে আর ভালোবাসা নেই,শুধুই সন্দেহ।
বুকের কপাট খুলে দেখতে পাবে,
বিকট পোড়া মাটিরগন্ধ।
এ শহরের প্রতিটি মানুষ পুড়ছে,
ভিসুভিয়াসের নির্মম আগুনে।
প্রেম খুজতে এসো না আর, এ বিভৎস নগরীতে।


তোমাকে রাঙাবার মত কোন রঙ নেই এখানে,
শহরের গোলাপ রজনীগন্ধার বুকে,
যেন বঙ্গোপসাগরের ক্ষত।
সুভাস শুন্য হয়েছে রাতের শিউলী বকুল গুলো,
এক একটা দিন, লক্ষ কোটি ঝঞ্ঝার রাত্রি।


শহরের পার্ক গুলো?
এখন ক্ষুধার্ত কুকুরের মত চিৎকার করে,
একমুট খাবারের জন্য।
দোকানপাট, রাস্তা ঘাট,হোটেল, রেস্টুরেন্ট
সবার বুকে তুমুল খরা।
তুমি আর ফিরে এসো না,এই নষ্ট শহরে।