তোমার এত বড় পৃথিবীতে, আমার জন্য একটা কুড়ে ঘর হয়না???
প্রতিদিন ৭০ হাজার কোটি কর্মকান্ডে, একটি বার কেউ জিজ্ঞেস করেনা, তুমি কেমন আছো???
আমি বিপ্লব করতে আসিনি, না বিদ্রোহ।
আমার পৃথিবী অনকে ছোট, অনেক ক্ষুদ্র আমার স্বপ্নের সীমানা।
আমি কাউকে জয় করতে আসিনি, না কাউকে হারাতে।
আমি শুধু ভালোবাসতে এসেছি, ভালোবেসে হাত দুটি ধরার অধিকার চাইছি।
আমার দেখানোর কিছু নেই, না আছে হারানোর।
করুনা করেও যদি দাও, তবু নেবো মাথা পেতে,
হাত দুটি ধরার অধিকার চাই।
বরফ গললে একটা গঙ্গা হয়, হৃদয় গললে রক্ত গঙ্গা বয়ে যাবে।
আমি বিদ্রোহী নই, এত সাহসও আমার নেই, ভালোবেসে শুধু হাত দুটি ধরে, মরে গিয়েও বিজয়ী হতে চাই।
তোমার শুধু হাত দুটি ধরার অধিকার চাই।