অন্ধকারে ঝলমল তারা,
গুপ্তধন খোজা এক পথহারা!!
এক চিলতে উঠোন পেরিয়ে,দুই দিকে দুই কোনে,
গভীর মায়ার কূপে, পড়ে থাকে তৃষিত বাধনে।।
বাধন ছিড়ে দিকভ্রান্ত
ঢিবির পাশে পরিশ্রান্ত।
গোলাপের সমারোহে অভিভূত,
শুভ্রতার সারিতে মুখরিত।।
তারপর ছুটে চলা মসৃণ পথ,
দুই পাড়ে দুই পাহাড়ে থেমে যায় রথ।
সুডৌল পাহাড় চূড়া করিতে জয়,
সাফল্য আশাতীত আস্বাদন মধুময়।
পাহাড় থেকে নেমেই ধরা,
অপূর্ব সমতলে বাধনহারা ।
সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে, ছোট্ট হ্রদে ঝাপাঝাপি,
গুপ্তধনের কাছে এসে, অভিযাত্রীর কাপাকাপি।
সমদ্রের মাঝে দেয় ডুব,
ঝিনুক কুড়োতেই, অভিযাত্রীর সুখ।
গুপ্তধন খুজে পাওয়ার অদম্য বাসানা,
মুক্তোর টানে জুড়ে থাকে মানস কামনা।।