তুমি করো রাগ,      আমি করি অভিমান |  আমি দেই সূর,          সে সূরে গাও গান |   আমি টানি কাছে,     তুমি থাকো দূরে | কাছাকাছি হলে চোখ, থাকো হৃদয় জুড়ে |   আমি করি দ্বিধা,      তুমি পাও লজ্জা |   নিঃশ্বাষ চেপে বুকে, বিশ্বাসে সাজাই ফুলসজ্জা! দৃষ্টি রেখে অবনত,  কোন ফাকে যে দেখো ? চোখ কেনো সরাইনি, তাই নিয়ে বকো |    তুমি কী আমার ?   বলতে তা পারো !   জীবন নাকি মরন ?   পশ্ন শত হাজারো !