গভীর ঈর্ষা ছিল আমার, উপেক্ষা করেছিলাম তাই, তোমার আদিম আহবান |মনে করে দেখো অতীত, বলেছিলাম কতটা ঈর্ষাকাতর আমি?


মানতে পারিনা খুব সহজে,
কোন পাপ ছিলনা জানি, তবুও অপরাধী ছিলে, আমার চোখে |


সহ্য করতে পারিনি,
তাই তোমার কান্নাভেজা চোখে,
গোপন করা মিলন আমন্তন দেখেও ফিরে এসেছি |


ঈর্ষার কাছে হার মানতে পারিনি,
যাবার বেলাতেও তাই, পিছনে ফিরে চাইনি |


দুর্বল হয়ে যাবো জানি তাকালে,
বুকে এসে পরতে তুমি ঝাপিয়ে |


মুঠোফোনে, মুখবইয়ে প্রতিউত্তর গুলোও,
দিয়েছি তির্যক ভাবে ঈর্ষার জন্য |


তোমার ভালোবাসাও, ছাপিয়ে যেতে পারেনি আমার ঈর্ষাকে ||