কিশোরীর চপলতা বয়স কত, চৌদ্দ কিংবা পনেরো,
আমারও তখন, ষোল কিংবা সতেরো ।
হংসমৈথুন দুজনে, হাসিতে কলকল,
দাপিয়ে বেড়াই পুকুর, দীঘির কত জল ।।


হটাত আবদার তোমার, এনে দাও চালতা ফুল,
তখন পাগল আমি করতে পারি, ৩য় বিশ্বযুদ্ধের মত মহাভুল ।
একদিনেই খালি করে, সারা গায়ে,
সব চালতা ফুল এনে দিলাম, তোমার পায়ে ।।


তুমি অবাক, আমি ভাবি কি আছে সামান্য চালতা ফুলে,
ভ্রু কুচকে তাকিয়ে বলি, পড়েছি কী মহা-মুশকিলে ।
তুমি চাও যা তোমার, মনের মাঝে আছে,
এনে দিব সব, যা এই পৃথিবীতে আছে ।।


তুমি এখন অন্য কারো মম, অন্য জনের গৃহিণী,
আমিও এখন অন্য মানুষ, অন্য সুরের রাগিণী ।।


এতটি বছর পর ভাবছি, যখন পাক ধরেছে চুলে,
জীবন বুঝি থমকে আছে, তোমারি সেই চালতা ফুলে ।।